হোম খুলনানড়াইল নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ৯৩ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে

নড়াইল অফিস:

নড়াইলে (১২ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টায় নড়াইল পৌর সানফ্লাওয়ার স্কুলে দিনব্যাপি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়। নড়াইল পৌরসভা এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজেন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,পৌর কাউন্সিলর রেজাউল বিশ^াসসহ পৌরসভার অন্যন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের মুখে ভিটামিন এ ক্যাপসোল তুলে দিয়ে জেলাব্যাপি কার্যক্রমের উদ্বোধন করেন।

এ পর্যায়ে জেলার মোট ১ হাজার ২০টি কেন্দ্রে মোট ৯৩ হাজার ৫০০শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৬২২জন শিশুকে নীল ক্যাপসোল এবং ১২ থেকে ৫৯মাস বয়সী ৮১ হাজার ৮৭৮জন শিশুকে লাল রঙের ক্যাপসোল। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপি এ ক্যাম্পেইন থেকে কোনো শিশু বাদ পড়লে তারা জেলার বিভিন্ন স্থায়ীকেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসালে খাওয়ার সুযোগ পাবে।

সিভিল সার্জন জানান, ভিটামিন এ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধ করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুর হার কমায়।

শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধসহ নিয়মিত বুকের দুধ পান করাতে হবে। এছাড়া শিশুর বয়স ছয়মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন