হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীর জনকের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নড়াইল অফিস :

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নড়াইলে আলোচন সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১ মার্চ বিকালে জেলা সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে পুরাতন বাস র্টামিনালস্থ বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক আরেফিন রানার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সাংবাদিক ঐক‍্য জোট নেতা হুমায়ূন কবীর রিন্টু, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, ও ঐক্য জোটের সদস্য সচিব ও জিয়াউর রহমান জামীর সঞ্চালনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম জীবনের উপর আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এডঃ ওমর ফারুক, পৌর মেয়র আজ্ঞুমান আরা প্রমুখ।

আলোচনা শেষে শুরু হয় মনোঞ্জ সাংস্কৃতি অনুষ্ঠান হয়। তিন ঘন্টাব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে যশোর খুলনা সহ নড়াইলের স্থানীয় শিল্পীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করে। অনুষ্ঠানে কালিয়া, লোহাগড়া উপজেলা থেকে শতাধিক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন