হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার চান্দুড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

কলারোয়ার চান্দুড়িয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 157 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার চান্দুড়িয়ায় কেসিজি মিতালী সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মানবিক সেবায় বৃহস্পতিবার(৩১ মার্চ) দিন ব্যাপি চন্দনপুরের কে,সি,জি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত দল চিকিৎসা সেবা প্রদান করেন।

খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল টিমের নেতৃত্বে ছিলেন সহযোগীতা প্রদানকারী হাসপাতালের পরিচালক, এমবিবিএস, আরএমও ডাক্তার মোস্তফা আল মামুন।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা.শাহিনা পারভীন সুমি, এমবিবিএস ঢাকা পিজিটি, গাইনি এন্ড ওবএস, সিএমইউ আল্ট্রা; ডাঃ আবু ফরহাদ এমবিবিএস (আরইউ), পিজিটি (মেডিসিন), মেডিকেল অফিসার (মেডিসিন বিভাগ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.সাবিহা ইসরাত সোসি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. প্রনব ঢালী, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা.অভিষেক ইসলাম অনিক, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. তমোজিৎ বিশ্বাস, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. সিনথিয়া তাহমিন ইমি, এমবিবিএস (আর ইউ), গাজী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা; ডা. মো. আমিনুর রহমান (ডিএমএফ-ঢাকা), মেডিসিন, চক্ষু-কান-গলা কমিউনিটি সেন্টার, কচুয়া, বাগেরহাট। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিজি মিতালী সংঘের সভাপতি শিক্ষক আব্দুস সবুর, সাধারণ সম্পাদক শিক্ষক ইলিয়াসুর রহমান, অর্থ সম্পাদক শিক্ষক শাহিনূর রহমান রিটন, সদস্য আতিকুর রহমান, জিএম মেহেদী হাসান, আবুল কালাম, ডা. রুহুল আমিন, আব্দুস সামাদ, মুহিদুল সাকিব, স্বাধীন, আমজেদ হোসেন, শাওন, আরিফ, ইউপি সদস্য ফারুক আনছারী সহ সূধি, সাংবাদিক ও উপকারভোগী চিকিৎসা সেবা গ্রহনকারীগণ।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডাক্তার মোস্তফা আল মামুন বলেন, কেসিজি মিতালী সংঘের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষকে চিকিৎসেবা প্রদান করতে পেরেছি বলে নিজে সহ টিমের সকল চিকিৎসকগণ গর্ববোধ করছি।

কলারোয়ার বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের গর্ব, এলাকার কৃতি সন্তান ফ্রি মেডিকেল ক্যাস্পে অংশগ্রহকারি অভিজ্ঞ ডাক্তার আবু ফরহাদ জানান, মানুষের সেবা করার ব্রত নিয়ে চিকিৎসক হিসাবে নিজের জন্মভূমি এলাকার অসহায়- দুস্থ মানুষদের আজ চিকিৎসা সেবা দেয়ার সুযোগ পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি।

তিনি মিতালী সংঘের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, শত ব্যস্ততার মাঝেও আগামীতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষদের পাশে থেকে সেবা প্রদান করে দেশ ও দশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন