হোম খুলনানড়াইল নড়াইলে জাতপাত পেশাভিত্তিক বৈষমামুক্ত বাংলাদেশ গড়ি অবহিতবরণ সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস:

নড়াইলে জাতপাত পেশাভিত্তিক বৈষমামুক্ত বাংলাদেশ গড়ি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর রোববার বিকেলে শহরের রুপগজ্ঞ বেস্ট কমিউনিটি সেন্টারে দলিতজনগোষ্টীর অধিকার সুরক্ষা প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদার,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী রানি মজুমদার,টিটিসির অধ্যক্ষ মো, আবুল বাসার আল মামুন সিদ্দিকী,কমিউনিটি ডেভোলেপমেন্ট অফিসার মো, আবুল কালাম আজাদ, দলিত পরিচালক স্বপন কুমার দাস প্রমুখ।

দলিত পরিচালক স্বপন কুমার দাস তার বক্তব্যে জানান,নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়নের বসবাসরত দলিত ও সুবিধা বঞ্চিত যুবক ও যুবতীদেরকে অধিকার সচেদন নেতৃত্ব প্রদানের সক্ষমতা বুদ্ধি , সামাজিক বৈষম্য প্রতিরোধ ,বাল্য বিবাহ হ্রাস ,কমিউনিটি ও সেবা প্রদানকারী সংস্থার মাঝে সম্পর্কের উন্নয়ন,শিক্ষ সহায়তা প্রদান করার লক্ষে রাইটস অব দলিত’স প্রকল্পটি কাজ করছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন