হোম ধর্ষন নিউজ নড়াইলে গৃহবধুকে ধর্ষন এবং ধর্ষনের দৃশ্য মোবাইল ফোনে ধারনের অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ

নড়াইল অফিস :

নড়াইলে এক গৃহবধুকে ধর্ষন এবং ধর্ষনের দৃশ্য মোবাইল ফোনে ধারনের অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষনে অংশ নেয়া তিন বখাটের বিরুদ্ধে রবিবার (১১এপ্রিল) বিকালে নির্যাতিতা গৃহবধু ধর্ষন ও পর্ণগ্রাফীর মামলা দায়ের করে। এই মামলায় ফাহাদ মোল্যা নামে অভিযুক্ত একজনকে (১১এপ্রিল) সন্ধার পর পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার কলিনগর গ্রামের ভুক্তভোগী নারী গত ১০ মার্চ প্রকৃতির ডাকে রাতে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে উত্যাক্তকারি একই গ্রামের ইমরান মোল্যা, মামুন শেখ ও ফাহাদ মোল্যা তাকে অস্ত্রের মুখে মুখ বেঁধে ধরে নিয়ে যায়। এবং পালাক্রমে ধর্ষন করে সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে রেখে নির্যাতিতাকে ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয়। ভয়ে ঐ নারি সে সময় এ কথা কাউকে না জানালেও ধর্ষকরা ঐ ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পুনরায় নির্যাতিতা গৃহবধুর সঙ্গে শারিরীক সম্পর্ক করতে প্রস্তাব দিলে নির্যাতিতা প্রথমে স্থানীয় মাতব্বরদের দারস্থ হন। সেখানে প্রতিকার না পেয়ে ধর্ষকদের ক্রমাগত হুকির মুখে নির্যাতিতা নিরুপায় হয়ে পুলিশকে জানালে রবিবার ধর্ষিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে অপরাধীদের ধরতে অভিযানে নেমে ফাহাদ মোল্যাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের ধরতে চেষ্টা চলছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন