অনলাইন ডেস্ক :
নড়াইলে ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে সদ্য যোগদান করা ডাঃ শম্পা রায়ের করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় ৩টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২জনের রিপোর্ট নেগেটিভ হলেও ওই চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় ৮ চিকিৎসকসহ ১৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭চিকিৎসকসহ ১৩জন ইতিমধ্যে করোনা মুক্ত হয়েছেন, একজন চিকিৎসকসহ ২জন হোম আইসোলেশনে রয়েছেন এবং বিশ্বজিত রায় চৌধুরী নামের এক ব্যক্তি মারা গেছেন।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আ.ফ.ম মশিউর রহমান বাবু জানান, গত ১২ মে নড়াইলের ১২০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১১জন চিকিৎসক যোগদান করেন। ওই দিনই সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা পাঠানো হয়। এর মধ্যে ডাঃ শম্পা রায়ের করোনা শনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ডাঃ শম্পা রায় ঢাকা থেকে নড়াইলে এসে যোগদান করেন।