নড়াইল অফিস :
নড়াইলে আলোচিত শ্রমিকনেতা লিয়াকত সিকদার হত্যাকান্ডে আউড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পলাশ মোল্যাকে প্রধান আসামি করে মোট ১৭জনের নামে মামলা দায়ের হয়েছে। গত রাতে নিহতের স্ত্রী আসমা বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের ধরতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে শনিবার (২৮আগষ্ট) রাত ৮টায় পলাশ চেয়ারম্যানের নেতৃত্বে লিয়াকত সিকদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতপা বিচ্ছিন্ন করাসহ নৃশংসভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। ঘটনার সময় লিয়াকত কাজ শেষে মটর সাইকেলে তার সীমাখালী সাবেক ফেরিঘাট সংলগ্ন নিজ বাড়িতে ফিরছিলেন।
শহরের শেখ রাসেল সেতুর পূর্ব প্রান্তে সীমাখালী সংযোগ সড়কের মাথায় যশোর কালনা মহাসড়ক সংলগ্ন পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তার মটর সাইকেলে গতিরোধ করে এ হত্যাকান্ডটি ঘটিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার দুপুরে নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
রাতে নিহতের স্ত্রী বাদি হয়ে পলাশ ওতার সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ সুপার প্রবির কুমার রায়।