হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আই জি পি হিসেবে বেনজীর আহম্মেদের বর্ষপূর্তীতে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান

নড়াইল অফিস :

নড়াইলে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে ড. বেনজীর আহম্মেদের আই জি পি হিসেবে দায়িত্ব গ্রহনের বর্ষপূর্তী উদযাপিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৭ এপ্রিল বিকেলে জেলা পুলিশলাইনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি করোন মোকাবেলায় সরকারি বিধিবিধান বাস্তবায়নে কোন প্রকার শিথিলতার প্রশ্রয় না দেয়ার আহবান জানিয়ে বলেন, সর্বচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধ দমনের মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা ও শান্তি সুরক্ষাসহ বন্ধুসুলব আচারণ বজায় রেখে সেবা প্রার্থী সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে। এ সময় সাম্প্রতিক সময়ে দায়িত্বপালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েক জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সব শেষে পুলিশ প্রধান হিসাবে ড. বেনজীর আহম্মেদের বিগত এক বছর সাফল্যে শুকরিয়া আদায়সহ দেশ ও জাতীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে জেলার উর্দ্ধতন পুলিশ কর্মকতাবৃন্দসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন