হোম অন্যান্যসারাদেশ নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের শিক্ষকের বিরূদ্ধে কলেজে না যাওয়ার অভিযোগ

নড়াইল অফিস  :

নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ’র ক্রিড়া শিক্ষক হুমায়ুন কবীর রিন্টু’র বিরূদ্ধে কলেজ ফাঁকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কলেজ’র জনৈক শিক্ষক স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের নিকট অভিযোগ করে জানিয়েছেন, ক্রিড়া শিক্ষক হুমায়ুন কবীর রিন্টু ঠিকমত কলেজ করেন না। কলেজে না গিয়ে তিনি সাংবাদিকতা কাজে ব্যাস্ত থাকেন। তাঁর মত আরোও অনেক স্কুল,কলেজ ও মাদরাসা শিক্ষক প্রতিষ্ঠানে না গিয়ে সাংবাদিকতা কাজে ব্যাস্ত থাকেন। তাদের বিরূদ্ধে ব্যাবস্থা নেয়া প্রয়োজন। এ অভিযোগের প্রেক্ষিতে হুমায়ুন কবীর রিন্টু’র নিকট জানতে চাইলে তিনি বলেন, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ’র শিক্ষকরা সপ্তাহে ৪ দিন কলেজে যান। তিনিও সপ্তাহে ৪দিন যান। কাজ থাকলে সে সপ্তাহে সব দিন যান। আর করেনার কারনে দীর্ঘ দিন কলেজ বন্ধ রয়েছে,তাই নিয়মিত কলেজে যান না। মাঝে মাঝে যান। করেনায় কলেজ বন্ধ থাকাকালে এমন অভিযোগ কেন হলো ? এমন প্রশ্নে তিনি বলেন, ব্যক্তিগত আক্রোশের কারনে এমন অভিযোগ করা হতে পারে,কারণ অধ্যক্ষ মোঃ রওশন আলী দীর্ঘকাল কলেজে না গিয়ে নড়াইল শহরে বসে হাজিরা খাতায় সাক্ষর করে বেতন নিয়েছেন। অথচ তার বিরূদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার হোসেন কোন ব্যবস্থা নেননি। আর একজন ক্রিড়া শিক্ষক করোনাকালে কলেজে না যাওয়ার জন্য তাঁর বিরূদ্ধে অভিযোগ কতোটা যৌক্তিক হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন