নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা মার্কার অফিস ভাংসুরের অভিযোগ পাওয়া গেছে। আজ সন্ধার পর ১৩ নং ইলিয়াছাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চন্ডিনগর টিকাদারবাড়ি নামক এলাকার আওয়ামীলীগের নৌকা মার্কার অফিস ভাংসুর করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী আনারশ মার্কার প্রার্থী মোঃ মনিরুজ্জামানের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাহ হোসেন সরদার অভিযোগ করেন।
তিনি বলেন আমাদের নির্বাচনী অফিসে হঠাৎ করে আনারশ মার্কার লোকজন এসে আক্রমন করে। এ সময় অফিসে টাংগানো পোষ্টার ছিড়েছে,চেয়ার ভাংসুরসহ নেতাকর্মীদের উপর হামলা করে আহত করে। আমিসহ ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নেতাকর্মী আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্রোহী প্রার্থী আনারশ মার্কার মোঃ মনিরুল ইসলাম বলেন,ঘটনা সঠিক নয় আমার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে ওরা আমার বিরুদ্রে অপপ্রচার চালাচ্ছে।
এবিষয়ে বড়নাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মারামারি ও ভাংসুরের ঘটনা স্বীকার করে বলেন, অফিসে লাগানো কিছু পোষ্টার ছিড়েছে ও চেয়ার টেবিল ভাংসুর করেছে এবং কয়েকজন সামান্য আহত হয়েছে।