হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে ৮ পরীক্ষার্থী অনুপস্থিত

কলারোয়ায় গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে ৮ পরীক্ষার্থী অনুপস্থিত

কর্তৃক Editor
০ মন্তব্য 254 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষার শেষ দিনে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মানবিক বিভাগের অর্থনীতি এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা সুন্দর পরিবেশে সমাপ্ত হয়েছে।

কেন্দ্রে অর্থনীতি বিষয়ে ৪৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ২৪৩ জন ছাত্রের মধ্যে ৪ জন ও ২১০ জন ছাত্রীর মধ্যে ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত।

একই দিন বেলা ২ টা থেকে সাড়ে ৩টায় অনুষ্ঠিত বানিজ্য বিভাগের ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও সহকারী সচিব হিসাবে দায়িত্বে ছিলেন বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

সরকারি প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন উপজেলা পরিসংখ্যন কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস।

এ দিকে, উপজেলার জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, খোরদো হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্র ও এম.আর ফাউন্ডেশন উপকেন্দ্রে এসএসসি ও সমমানের শেষ দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ কর্মকর্তাসহ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন