হোম চট্টগ্রামকুমিল্লা নৌকাকে জয়ী করতে রাজী’র সহধর্মিণী শামান্তা, ঈগলকে বিজয়ী করতে আজাদ এর সহধর্মিনী সাদিয়ার দিনভর পথসভা ও গণসংযোগ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-৪,দেবিদ্বার আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দুইবারের সাংসদ রাজি মোহাম্মদ ফখরুল এমপির স্ত্রী শামান্তা রাজি স্মৃতি ২৪ ও ২৫ ডিসেম্বর সোমবার দিনভর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এসময় কুমিল্লা উত্তর জেলা সভানেত্রী ও জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন সুলতানাসহ উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীকর্মীরা প্রচার ও প্রচারনায় চালিয়ে যাচ্ছে।অপরদিকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঈগল প্রতিকে নির্বাচন করছেন।স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর সহধর্মিণী সাদিয়া সাবার ঈগল প্রতিকের জন্য প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।।

তিনি বিভিন্ন পথসভায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা দুর্বার গতিতে এগিয়ে চলছে, নারীর বিকশিত হচ্ছে। নারীর অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে। নারীদের কর্মমুখী কর্মকাণ্ডের জন্য দেশে দারিদ্র্যতার হার অনেক নিচে নেমে এসেছে। তাই কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঈগল প্রতিকে ভোট দিয়ে দেবিদ্বারবাসী বিজয়ের মালা পরাবেন আগামী ৭ জানুয়ারি সারাদিন ঈগল মার্কায় ভোট দিন। এদিকে নৌকা প্রতিকের জন্য দুইবারের এমপি রাজী মোহাম্মদ ফখরুল এর সহধর্মিণী শামান্তা রাজি স্মৃতি গত ৩/৪ দিন যাবত পৌর সভায় বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নে মহিলা আওয়ামী লীগের উদ্যাগে উঠন বৈঠক চালিয়ে যাচ্ছেন।

তিনি বিভিন্ন পথসভায় বলেন,পরপর দুইবারের এমপি রাজি মোহাম্মদ ফখরুল। তার সহধর্মিণী শামান্তা রাজি সৃতি বলেন, ঐতিহ্যগতভাবে মহরম সাবেক অর্থ উপ মন্ত্রী এফ এম ফখরুল ইসলাম মুন্সী এমপির পরিবার দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের নেত্বতে দীর্ঘ ২০/২৫ বছর আমার চাইতে আপনার নৌকার মনোনীত প্রার্থী দুইবারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলকে বুঝেন। তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ অঙ্গ সংগঠন নেতাকর্মী ও মহিলা আওয়ামী লীগের নেত্রীর স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে নৌকার পক্ষে প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের এমপির সহধর্মিণী শামান্তা রাজি স্মৃতি বলছি,আপনার আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন এবং আরও একভার জয়ী করবেন।

তিনি আরও বলেন, উপজেলার মহিলা আওয়ামী লীগ ও সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। বিশেষ করে নবীন ভোটারের অংশগ্রহণ জরুরি। ব্যক্তিগতভাবে কী পেলাম আর কী পেলাম না সেদিকে না তাকিয়ে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে।এজন্য নৌকার মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপির বিকল্প নেই। জেলা পরিষদের মহিলা সদস্য শিরিন সুলতানা বলেন, ভোট দেওয়া জন্য জনগণের কাছে উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। নির্বাচন বিরোধীরা বিভিন্ন গুজব ছড়াচ্ছে ভোট না দেওয়ার জন্য। তাই সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন