হোম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আসতে বিদেশি সংস্থা ও গণমাধ্যমকে আমন্ত্রণ ইসির

নির্বাচন পর্যবেক্ষণে আসতে বিদেশি সংস্থা ও গণমাধ্যমকে আমন্ত্রণ ইসির

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

জাতীয় ডেস্ক:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (২২ অক্টোবর) সন্ধ্যায় ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সব কার্যক্রম পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত। নির্বাচন কমিশন চায়, বিদেশি নির্বাচন পর্যবেক্ষক এবং বিশ্বব্যাপী বিদেশি গণমাধ্যম স্থানীয় পর্যবেক্ষকদের সাথে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করুক।

চিঠিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক বিদেশি মিডিয়াগুলোকে আগামী ২১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন নীতিমালা মেনে আবেদন করতে আমন্ত্রণ জানাচ্ছে ইসি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, সব দূতাবাস ও মিশনকে ইসির আমন্ত্রণের বিষয়টি জানিয়ে দেয়া হবে বলেও কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন