বিনোদন ডেস্ক:
চলতি বছর একের পর এক মৃত্যুর হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। হুমকির পর থেকেই ওয়াই প্লাস নিরাপত্তা নিয়েই সবসময় চলাফেরা করতে হয় তাকে। আর এ নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে গিয়ে মাঝে মাঝে সালমান ভয় পেয়ে যান। যা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন।
‘ওয়াই প্লাস’ নিরাপত্তা হলো বিশেষ ব্যক্তির জন্য সরকারের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ এ নিরাপত্তা বলয়ে নিরাপত্তারক্ষী হিসাবে সবসময় কর্মরত থাকেন ছয়জন সশস্ত্র কমান্ডো।
শুধু ছয় সশস্ত্র কমান্ডোই নয়, তাদের সঙ্গে থাকে আরও পাঁচ নিরাপত্তারক্ষী। মোট ১১ জন নিরাপত্তারক্ষী ঘিরে থাকে সালমানকে। নিজের নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষ গাড়ি ব্যবহার করেন সালমান।
এছাড়া সালমানের বাড়ির সামনে ২৪ ঘণ্টা মোতায়েন থাকে আরও ৪ জন পুলিশ। তাদের সঙ্গে রয়েছে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল ও এম-পি ৫ মেশিনগান।
এমন কড়া নিরাপত্তায় মাঝে মাঝে ভয় পেয়ে যান সালমান। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন,
পুলিশ আর সেনা সদস্যরা হাতে বন্দুক নিয়ে আমার চারপাশে থাকে আমাকে নিরাপত্তা দেয়ার জন্য। যা দেখে আমিই মাঝে মাঝে ভয় পেয়ে যাই।
তিনি আরও বলেন, মৃত্যুর হুমকি পাওয়ার পর থেকে বাড়ি থেকে কম বের হচ্ছি। বাড়ির বাইরে বের হলেই কড়া নিরাপত্তা নিয়ে বের হই।
তবে সালমান ‘রাখে আল্লাহ, মারে কে’-নীতিতে বিশ্বাস রাখেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, যা হবার তা হবেই। স্রষ্টা যেটা চাইবেন সেটা হবেই। যদি আমার মৃত্যু লেখা থাকে, সেনা কমান্ডাররা কড়া নিরাপত্তা দিয়েও আমাকে বাঁচাতে পারবে না। আবার স্রষ্টা যদি চান, আমি বেঁচে থাকি, তাহলে এ নিরাপত্তা বলয় ভেদ করে কেউ আমাকে মারতে পারবে না।