হোম রাজনীতি নিজের দল থেকেই ‘বহিষ্কার’ জেনারেল ইবরাহিম

রাজনীতি ডেস্ক:

বাংলাদেশ কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমকে বহিষ্কার করেছেন দলের অন্য নেতারা। পাশাপাশি পার্টির ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নির্বাহী কমিটির অধিকাংশের মতামতকে তোয়াক্কা না করে যুক্তফ্রন্ট নামে নির্বাচনী জোটে যোগ দেয়ায় মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিকে বাংলাদেশ কল্যাণ পার্টির সব পদ থেকে বহিষ্কার করা হলো। নির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য বাংলাদেশ কল্যাণ পার্টির গঠনতন্ত্রের ধারা-২০, উপধারা-ঙ-এর অনুচ্ছেদ এক অনুযায়ী একাধিক বৈঠক এ সিদ্ধান্ত হয়।

অধিকাংশ সদস্যের সম্মতিক্রমে বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন পারভেজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির প্রথম সভায় স্বৈরাচারবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করতে বিএনপির সমমনা ১২ দলীয় জোটের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত হয়। পার্টির নিবেদিতপ্রাণ নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়।

যুক্তফ্রন্ট গঠন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে পার্টির সাবেক চেয়ারম্যানকে প্ররোচিত করায় পার্টির সাবেক মহাসচিব আব্দুল আউয়াল মামুন এবং সাবেক অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবকে পার্টি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন