হোম ফিচার না খেয়ে মরার চেয়ে করোনার মৃত্যু অনেক ভাল

না খেয়ে মরার চেয়ে করোনার মৃত্যু অনেক ভাল

কর্তৃক
০ মন্তব্য 177 ভিউজ

জামালউদ্দীন:
পরিবার অভুক্ত। কি করবে করোনা!না খেয়ে মরার চেয়ে করোনার মৃত্যু অনেক ভাল।কথাগুলো গত ২ এপ্রিল রাত ১১টায় সময় পাটকেলঘাটা বাজারের বলবিল্ড রোডে অসহায় দিনমজুর নজরুল মোড়োল( ৪৫) অনেক আক্ষেপের সাথে বলেছিল। দিনমজুর নজরুল তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের গফুর মোড়লের পুত্র। তার সংসারে স্কুল পড়ুয়া পুত্র, কন্যা,স্ত্রী সহ ৪ জনের সংসার।নিত্য ইটভাটা শ্রমিকের কাজ করে সে।একদিন কাজ না করলে চুলায় আগুন জলে না।

আর ত্রাণ সে তো সোনার হরিণ। ওর পিছে ছুটার চেয়ে করোনাকে মেনে নিয়ে পেটের জ্বালা নিবারণে কায়িক পরিশ্রমে বিশ্বাসী নজরুল।প্রতিদিন রাত ৩ টায় বাড়ি থেকে বের হয়ে ইটভাটা থেকে ট্রাকে ইট বোঝাই করে খুলনা,মংলা, বাগেরহাট নামাতে যায়।প্রতিদিন ২টি করে লোড গাড়ী খালাস করে।সাতক্ষীরার বিভিন্ন ভাটা থেকে ইটের গাড়ীতে লিভার হিসাবে নিত্য আয়ে খুশি।

রাত ১১ টায় পাটকেলটায় ফিরে বাজার বন্ধ দেখে ক্লান্ত শরীরে চোখে মুখে শুধুই অসহায়ত্বেরর ছাপ। আমাদের সমাজের এমন কোন জনপ্রতিনিধি, বিত্তবানরা কি নেই।নজরুলদের মত শ্রমিকদের পরিবারের পাশে দাড়িয়ে করোনা হতে এলাকা তথা দেশকে বাঁচাতে পারি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন