জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস ওয়াশিং কারখানা ও দুইটি খাবার হোটেলসহ দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার তারবো পৌরসভার বরপা বাসস্ট্যান্ড ও দক্ষিণ মাসাবো এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় ওয়াশিং কারখানাটি সিলগালাসহ অবৈধভাবে সংযোগ নেওয়ার অপরাধে খাবার হোটেল দুটিকে দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, বরপা এলাকায় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় উচ্চ চাপসম্পন্ন শিল্প সংযোগ থেকে অবৈধভাবে দুই হাজার আবাসিক ও বাণিজ্যিক সংযোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এই অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দিয়েছে।