হোম অন্যান্যসারাদেশ নানা আয়োজনে যশোর বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

যশোর অফিস :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় যশোর সেনানিবাসে। সকালে যশোর সেনানিবাসের অভ্যন্তরে সকল অফিসার, জেসিও, সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভযাত্রা বের হয়।

সেনানিবাসের বিজয় স্মরণী থেকে বর্ণিল ফেস্টুন ও ব্যানার সহ শোভাযাত্রাটি আর্মি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্নার উদ্বোধন করেন। এদিকে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন