হোম খুলনানড়াইল নানা আয়োজনে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নানা আয়োজনে নড়াইলে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 40 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
“আমি কন্যাশিশুর বন্ধু হবো, সাহসী হবো, দেশের কল্যাণে কাজ করবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কবিতা আবৃতি ,সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক, উপ সচিব লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সমঅধিকার নিশ্চিতের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর সঠিক বিকাশ ও সুযোগ সৃষ্টির মাধ্যমে সমাজকে আরও মানবিক ও অগ্রসর করা সম্ভব।এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরে কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মৌসুমি মজুমদারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন