হোম রাজনীতি নাটোর-২ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের শঙ্কা

রাজনীতি ডেস্ক:

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা নিয়ে নাটোর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ও স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনও সময় ঘটতে পারে সংঘর্ষের ঘটনা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে। দুই প্রার্থীই জেলা আওয়ামী লীগের সহসভাপতি হওয়ায় তারা উপস্থিত হওয়ার সম্ভবনা রয়েছে। এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরাজ করছে উত্তেজনা।

তবে পরিস্থিতিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার ও জেলা প্রশাসক।

তবে দলীয় সূত্র গুলো বলছে, বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় দুই প্রার্থী উপস্থিত হলেই তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটবে।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর সংঘর্ষ এড়াতে প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, আচারণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন