হোম রাজনীতি নতুন সংসদ প্রাণবন্ত হবে, প্রত্যাশা ফারুক খানের

নতুন সংসদ প্রাণবন্ত হবে, প্রত্যাশা ফারুক খানের

কর্তৃক Editor
০ মন্তব্য 136 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ খুবই প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটনমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রথম অধিবেশনের দিন সংসদের বাইরে সাংবাদিকদের তিনি এমন কথা জানিয়েছেন।

ফারুক খান বলেন, আমি বিশ্বাস করি, এই সংসদ খুবই প্রাণবন্ত ও কার্যকর হবে। জনগণ ভোট দিয়েছেন, এ কারণে জনসেবার সুযোগ পেয়েছি। আশা করি, নতুন সংসদ জনগণের জন্য কাজ করবে। জনগণের জন্য আইনপ্রণয়ন করবে। আমরা জনসেবা করতে পারবো।

অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন, জনপ্রতিনিধি হয়েছি, আমি সর্বস্ব দিয়ে মানুষের সেবার চেষ্টা করবো।

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, একজন সংসদ সদস্যের ব্যবসায়ী হওয়া অপরাধ না, যদি না সে এই পদটির অপব্যবহার করেন।

এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘গণতন্ত্রের জয় হয়েছে’ মন্তব্য করে দেশের রাজনৈতিক দলগুলোকে ‘সহিংসতা ও নৈরাজ্যের পথ’ পরিহার করে গঠনমূলক কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুতে মঙ্গলবার সংসদে দেয়া ভাষণে এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, গত দেড় দশকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের আরও উন্নতি করতে হবে। ভবিষ্যতে অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র করে কেউ যাতে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

‘একইসঙ্গে, কেউ যাতে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। সকল গুজব ও অপপ্রচারের বিষয়ে নজরদারি বৃদ্ধি করে জনগণকে সম্পৃক্ত রেখে যথাযথভাবে মোকাবিলা করতে হবে,’ যোগ করেন রাষ্ট্রপতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন