ইবি প্রতিনিধি:
নতুন কক্ষ বরাদ্দ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ২০৮ নম্বর কক্ষ বরাদ্দ পান তারা।
বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এ কক্ষের উদ্বোধন করেন।
এসময় ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াসিরুল কবির সৌরভ, সদস্য সচিব রাবেয়া খাতুন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, লেখক ফোরাম ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশ, সিওয়াইবি’র সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক রাকিব রিফাত ও সিআরসি’র সভাপতি শাহীদ কাওসার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় টিএসসসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, টিএসসিসি শিক্ষার্থীদের প্রাণের জায়গা। এখানে শিক্ষার্থীদের কোন কক্ষ থাকবে না, এটা হতে পারে না। তাই আমরা আমরা শিক্ষার্থীদের জন্য এই কক্ষের বরাদ্দ দিয়েছি। এখান থেকে শিক্ষার্থীরা তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করবে।
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পড়াশোনার পাশাপাশি এটাকে ইউনিভার্সাল করে তোলে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। নানা প্রতিবন্ধকতা থাকার ফলে এখানে তাদের কোন কক্ষ বরাদ্দ ছিল না। আজ একটি কক্ষ বরাদ্দের মাধ্যমে এর সূচনা হলেও আগামীতে এর পরিমান বৃদ্ধি পাবে। এখান থেকে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে আসবে বলে প্রত্যাশা তার।