স্পোর্টস ডেস্ক:
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ১৭তম আসর শুরু হবে চলতি বছরের ২২ মার্চ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই দিয়ে পর্দা উঠবে আসন্ন আসরের।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে টুর্নামেন্টের প্রথম ১৬ দিনের সূচি প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই এবং বিরাট কোহলির বেঙ্গালুরুর লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
উদ্বোধনী দিন একটি ম্যাচ থাকলেও পরের দু’দিন দুটি করে ম্যাচ। এরপর ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ। ৩১ মার্চ আবার দুইটি ম্যাচ। ওইদিনের পর ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ। ৭ এপ্রিল হবে দুটি ম্যাচ। আপাতত ওইদিন পর্যন্ত আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছে।
আইপিএলের প্রথম ১৬ দিনের সূচি-
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২২ মার্চ চেন্নাই বনাম আরসিবি চেন্নাই রাত সাড়ে ৮টা
২৩ মার্চ পাঞ্জাব বনাম দিল্লি মোহালি বিকেল সাড়ে ৪টা
২৩ মার্চ কলকাতা বনাম হায়দরাবাদ কলকাতা রাত সাড়ে ৮টা
২৪ মার্চ রাজস্থান বনাম লখনৌ জয়পুর বিকেল সাড়ে ৪টা
২৪ মার্চ গুজরাট বনাম মুম্বাই আহমেদাবাদ রাত সাড়ে ৮টা
২৫ মার্চ আরসিবি বনাম পাঞ্জাব বেঙ্গালুরু রাত সাড়ে ৮টা
২৬ মার্চ চেন্নাই বনাম গুজরাট চেন্নাই রাত সাড়ে ৮টা
২৭ মার্চ হায়দরাবাদ বনাম মুম্বাই হায়দরাবাদ রাত সাড়ে ৮টা
২৮ মার্চ রাজস্থান বনাম দিল্লি জয়পুর রাত সাড়ে ৮টা
২৯ মার্চ আরসিবি বনাম কলকাতা বেঙ্গালুরু রাত সাড়ে ৮টা
৩০ মার্চ লখনৌ বনাম পাঞ্জাব লখনৌ রাত সাড়ে ৮টা
৩১ মার্চ গুজরাট বনাম হায়দরাবাদ আহমেদাবাদ বিকেল সাড়ে ৪টা
৩১ মার্চ দিল্লি বনাম চেন্নাই ভাইজ্যাগ রাত সাড়ে ৮টা
১ এপ্রিল মুম্বাই বনাম রাজস্থান মুম্বাই রাত সাড়ে ৮টা
২ এপ্রিল আরসিবি বনাম লখনৌ বেঙ্গালুরু রাত সাড়ে ৮টা
৩ এপ্রিল দিল্লি বনাম কলকাতা ভাইজ্যাগ রাত সাড়ে ৮টা
৪ এপ্রিল গুজরাট বনাম পাঞ্জাব আহমেদাবাদ রাত সাড়ে ৮টা
৫ এপ্রিল হায়দরাবাদ বনাম চেন্নাই হায়দরাবাদ রাত সাড়ে ৮টা
৬ এপ্রিল রাজস্থান বনাম আরসিবি জয়পুর রাত সাড়ে ৮টা
৭ এপ্রিল মুম্বাই বনাম দিল্লি মুম্বাই বিকেল সাড়ে ৪টা
৭ এপ্রিল লখনৌ বনাম গুজরাট লখনৌ রাত সাড়ে ৮টা