জাতীয় ডেস্ক:
নিজ এলাকায় পরিবার নিয়ে ঈদ উদযাপন করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
বৃহস্পতিবার(২৯ জুন) সকাল সাড়ে সাতটায় নগরীর মাসদাইর এলাকায় কেন্দ্রীয় পৌর ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করে দেশবাসী ও বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়াও চেয়েছেন তিনি।
নামাজ শেষে মুসুল্লিদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘ঈদ আমাদের জন্য সব সময় শান্তির বার্তা নিয়ে আসে। এই ঈদ ত্যাগের ঈদ। আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দেশের স্বার্থে কাজ করার মন মানসিকতা রাখতে হবে। আমি এ বিশেষ দিনে জাতির জনকের কন্যা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চাই।’
এসময় তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এখানে এত মানুষের মাঝে একজন আল্লাহওয়ালার দোয়া যদি আল্লাহ কবুল করেন এতেই আমাদের প্রাপ্তি। এর আগে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের সঙ্গে এসে যোগ দেন শামীম ওসমান।
ঈদগাহ থেকে বের হয়ে শামীম ওসমান তার জন্মস্থান চাষাঢ়ায় যান। নিজ এলাকার মানুষের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করতে বিভিন্ন এলাকার মুসল্লিরা কেন্দ্রীয় ঈদগাহে আসেন। ঈদুল আজহার নামাজকে কেন্দ্র করে ঈদগাহ ও আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ।