দেবহাাটা প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটা উপজেলা, আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীনের, বাড়ী থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। যুবলীগ নেতা মহিউদ্দীন উপজেলা, আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের উপজেলা, চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমানের কর্মী।
শনিবার সকালে যুবলীগ নেতা মহিউদ্দীন, তার বাড়ীর পাশ্বস্থ রান্নাঘরে একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তুগুলো দেখে সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনসহ, প্রশাসনকে বিষয়টি জানালে পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে অবিষ্ফোরিত অবস্থায় পেট্রোল বোমা তিনটি উদ্ধার করে।
এরআগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে কোনো এক অজ্ঞাত সোর্সের তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা মহিউদ্দীনের, বাড়ীতে দেবহাটা থানার এসআই মিজানের নেতৃত্বে, ঘন্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। সেসময়ে পুলিশ সদস্যরা মহিউদ্দীনের বেডরুমসহ, বাড়ীর বিভিন্ন স্থানে তল্লাশী করেও পেট্রোল বোমা কিংবা কোনো অবৈধ মালামাল খুঁজে পায়নি।এদিকে যুবলীগ নেতার বাড়ীর রান্নাঘর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্র মুলোক বলে দাবী করেছে উপজেলা, আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতারা।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান বলেন, আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের, উপ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য ইউনিয়নের মতো সখিপুর ইউনিয়নেও আমি জনসমর্থনে এগিয়ে আছি। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের, নেতৃত্বে যুবলীগ নেতা মহিউদ্দীনসহ, মুলদল ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার কর্মী-সমর্থকরা দিনরাত নৌকার পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
মুলত আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন এবং আমার কর্মী-সমর্থকসহ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দ্যেশ্যে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলামের, লোকজন রাতের আধাঁরে যুবলীগ নেতা মহিউদ্দীনের, বাড়ীর রান্নাঘরে ওই পেট্রোল বোমা গুলো রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে বলেও দাবী করেন তিনি। একইসাথে অজ্ঞাত যে ব্যাক্তি পুলিশকে পেট্রোল বোমার তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তাকে আইনের আওতায় এনে মুল রহস্য উদঘাটনেরও দাবী জানান তিনি।
তবে ষড়যন্ত্রমুলোক ভাবে পেট্রোল বোমা রাখার অভিযোগ, অস্বীকার করেছেন আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যেই পুলিশ মাঠে নেমেছে। তদন্ত শেষে ঘটনার মুল রহস্য উন্মোচন করা হবে এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী বলেন, ঘটনাটি ষড়যন্ত্র মুলোক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ১০ ডিসেম্বর সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন ঘিরে যদি কোন ব্যাক্তি বা গোষ্টি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারী করেন তিনি।
s