দেবহাটা সংবাদদাতা:
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে চলতি অর্থবছরে ৬নং ওয়ার্ড (দেবহাটা সদর, নওয়াপাড়া, সখিপুর, পারুলিয়া, কুলিয়া ও ভোমরা) ইউনিয়নে ৩০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ প্রায় ৩ শত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৮০টি পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের দিকনির্দেশনায় ৬নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা অক্লান্ত প্রচেষ্টায় এসকল উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করছেন। এরই অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় দেবহাটার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মাঝ পারুলিয়া ঋষি পল্লীর অসহায় ও দরিদ্র ৬৭টি পরিবার এবং রত্নেশ্বরপুর ঋষিপল্লীর ২০টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরা, সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আর্থিক সহায়তা প্রদানকালে জেলা পরিষদ সদস্য আলফা তার বক্তব্যে বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশনা মোতাবেক আমরা সার্বক্ষনিক এলাকার উন্নয়ন ও জনকল্যানকর কর্মকান্ড অব্যাহত রেখেছি।
চলতি ২০১৯-২০ অর্থ বছরে জেলা পরিষদের উদ্যোগে ৬নং ওয়ার্ডের কুলিয়া ইউনিয়নের রঘুনাথপুরে ইট সোলিং রাস্তার জন্য ১ লক্ষ টাকা, আন্দুলপোতায় ইট সোলিং রাস্তার জন্য ১ লক্ষ টাকা, পূর্ব কুলিয়া দূর্গা মন্দিরে ১ লক্ষ টাকা, পারুলিয়া ইউনিয়নের সেকেন্দ্রা নতুন মসজিদ নির্মানে ১ লক্ষ টাকা, ছোট শান্তা গ্রামে ইট সোলিং রাস্তা নির্মানে ১ লক্ষ টাকা, চৌধূরী বাড়ী দূর্গা মন্দিরে ১ লক্ষ টাকা, পারুলিয়া গার্লস স্কুলের প্রাচীর নির্মানে ২ লক্ষ টাকা, নজনতলা ঈদগাহ ময়দানে ১ লক্ষ টাকা, শারমিন হিফজুল ফোরকানিয়া মাদ্রাসায় ১ লক্ষ টাকা, পারুলিয়া দাশপাড়া কালী মন্দিরে ১ লক্ষ টাকা, সখিপুর ইউনিয়নের কোড়া আহছানিয়া মিশনে ১ লক্ষ টাকা, দক্ষিন সখিপুর কালী মন্দিরে ১ লক্ষ টাকা, নারিকেলী কালী মন্দিরে ১ লক্ষ টাকা, তিলকুড়া বিশ্বনাথ খাঁর বাড়ী হইতে ইট সোলিং রাস্তা নির্মানে ১ লক্ষ টাকা, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের মাদার সংষ্কারে ১ লক্ষ টাকা, নওয়াপাড়া ইউনিয়নের আষ্কারপুর বায়তুল জামে মসজিদে ১ লক্ষ টাকা, দক্ষিন নাংলা মাজের হাটি পাড়ার পাঞ্জেগানা মসজিদে ১ লক্ষ টাকা, রামনাথপুর বায়তুন নুর জামে মসজিদে ১ লক্ষ টাকা, চাঁদপুর সরদার বাড়ী জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মানে ১ লক্ষ টাকা, নাংলা মসজিদের টাইলস করণে ২ লক্ষ টাকা, দেবহাটা সদর ইউনিয়নের ভাতশালা বাজার মসজিদে ১ লক্ষ টাকা, রত্নেশ্বরপুর জামে মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকা, সুশীলগাতী হাফিজিয়া মাদ্রাসায় ১ লক্ষ টাকা, দেবহাটা মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মানে ১ লক্ষ টাকা, আবুল ফজলের বাড়ীর সামনে ইটসোর্লিং রাস্তাকরনে ১ লক্ষ টাকা, ভোমরা ইউনিয়নের জালাল মেম্বরের বাড়ীর সামনের রাস্তা ইটসোলিং করণে ১ লক্ষ টাকা, হাড়দ্দাহ গোলাম নবীর বাড়ীর সামনে রাস্তা ইট সোলিংকরণে ১ লক্ষ টাকা ও শাখরা পুরাতন বিজিবি ক্যাম্প হতে দূর্গা মন্দির পর্যন্ত রাস্তা ইটসোলিং করণে ১ লক্ষ টাকা বরাদ্দসহ জেলা পরিষদের পক্ষ থেকে এসকল উন্নয়ন প্রকল্পের সুষ্ঠ বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।