হোম আন্তর্জাতিক দক্ষিণ কোরিয়ায় ১৭ মার্কিন সেনাসহ ২২ জনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় ১৭ মার্কিন সেনাসহ ২২ জনের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে তদন্ত চলছে। মিলিটারি মেইলের মাধ্যমে মারিজুয়ানা পাচার ও ব্যবহারের অভিযোগের উঠেছে তাদের বিরুদ্ধে। খবর রয়টার্সের।

এ ঘটনার অংশ হিসেবে গেল মে মাসে দক্ষিণ কোরিয়ায় দু’টি মার্কিন সামরিক ঘাঁটিতে চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনায় ফিলিপাইনের একজন ও দক্ষিণ কোরিয়ার একজনকে গ্রেফতারও করা হয়েছে।

গেলো চার মাস ধরেই মাদক পাচারের বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। পরে মার্কিন সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে সন্দেহভাজন ২২ জনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন