হোম আন্তর্জাতিক জানুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন

জানুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাধারণ নির্বাচন আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের সঠিক তারিখ ঘোষণা করেনি কমিশন। খবর ডনের।

নির্বাচনের সময়ের বিষয়ে ডনের খবরে বলা হয়, রাষ্ট্রপতি আরিফ আলভির প্রস্তাবিত ৬ নভেম্বরের কাট-অফ তারিখকে দুই মাসেরও বেশি ছাড়িয়ে গেছে কমিশনের এই ঘোষণা।

পাকিস্তানের নির্বাচন কমিশন এক বিবৃতিতে বলেছে, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কাজের পর্যালোচনা চলছে। আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচনী সীমানার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা বিষয়ে আপত্তি ও পরামর্শ শোনার পর ৩০ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে, ৫৪ দিনের নির্বাচনী প্রচারণা কর্মসূচি শেষ হওয়ার পর জানুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি। দেশটির সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে দেয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় পরিষদ ভেঙে দেয়ার ৮৯তম দিন আগামী ৬ নভেম্বর। সংবিধান অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষমতা রয়েছে পাকিস্তানের রাষ্ট্রপতির হাতে। গত ১৩ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে আগামী ৬ নভেম্বর সাধারণ নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছিলেন রাষ্ট্রপতি আলভি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন