চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো কর্তৃক হযরত মোহাম্মদ (সা:) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে অবমাননার প্রতিবাদে শুক্রবার বাদ আছর দক্ষিণ আইচা থানার সর্বস্তরের তৌহিদী
জনতার ব্যানারে মুসলমানরা বিক্ষোভ প্রদর্শণ, মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
তৌহিদী জনতার মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে প্রতিবাদ সভা করে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) কে যুগে যুগে ইহুদী নাসারারা অবমাননা করে মুসলমানদের ঈমানী জোর পরিক্ষা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ সহ ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানাই এবং বাংলাদেশ থেকে ফ্রান্সের দূতাবাস প্রত্যাহার করার দাবী জানান।মিছিলটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানা ইমাম ও ওলামা ঐক্য পরিষদ।