নিজস্ব প্রতিনিধি :
তালায় এক গৃহবধূ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।আত্মহনন কারী ঐ গৃহবধূ উপজেলার খেরশা ইউনিয়নের সোনাবাদাল গ্রামের শঙ্কর মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল (৪৩)।তিনি ব্যাক্তি জীবনে এক সন্তানের জননী। খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন জানান, , নমিতা-শংকর দম্পতি’র একমাত্র মেয়ের একটি বিশেষ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সে বিষয় নিয়ে শুক্রবার রাতের কোন এক সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। পরে পরিবারের সদস্যরা টের পেলে শনিবার (১১জুলাই) সকালে পুলিশ যায় এবং মৃতদেহ উদ্ধার হয়।
পরিবার ও এলাকাবাসীর অনুরোধে নমিতার দেহ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহের সৎকারের অনুমতি দেয়া হয়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে।