হোম অন্যান্যসারাদেশ তরমুজের ফলন ভালো হলেও হতাশার মুখে চাষিরা

তরমুজের ফলন ভালো হলেও হতাশার মুখে চাষিরা

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

সৌরভ মন্ডল, দাকোপ :

তরমুজের বরাবরের মত বাম্পার ফলন হয়েছে দাকোপে। তবে যান চলাচল বন্ধ থাকা ও শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। আগাম জাতের তরমুজ বিভিন্ন খেতে পাকতে শুরু করেছে। কিছু কৃষক এগুলো বাজারজাত করলেও দাম কম থাকায় দিশেহারা কৃষক।

কিছু কিছু চাষিদের মতামত এবারে ফলন ভালো হলে ও তারা খুবই চিন্তার মধ্যদিয়ে দিনপার করছে। দেশে করোনা যে পরিস্থিতি সৃষ্টিকরেছে তাতে তারা তাদের আগাম খরচটাও বাঁচাতে পারবে কি না অনেকের মনে সন্দেহ জাগছে। তবুও থেমে নেই তাদের স্বপ্ন দেখা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ভালো দামে হয়তো বিক্রি করতে পারবে সেই আশায়। তবে এবার তরমুজের পরিস্থিতি কি হবে এখনো সঠিক বোঝা যাচ্ছে না নির্ভর করছে মহামারী করোনার উপর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন