নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বিশিষ্ট সমাজ সেবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর প্রফেসর, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দেবহাটা দেবহাটায় ১২’শ অসহায় দরিদ্র মানুষের মাঝে উক্ত ইফতার সামগ্রী বিতরন করা হয়। সংস্থাটির কো-অডিনেটর মিজানুর রহমান এর সার্বিক তত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড, গোলাম মোস্তফা। এছাড়া আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকার আরো প্রায় তিন হাজার দরিদ্র মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।