নিজস্ব প্রতিনিধি (খুলনা) :
স্বাস্থ্য সচেতনার লক্ষ্যে, খুলনা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন উদ্যোগে এবং স্থানীয় এমপি নারায়ন চন্দ্র চন্দ্র ও উপজেলা নির্বাহী অফিসার মোছঃ শাহনাজ বেগমের তত্তাবাধানে গতকাল মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জনসমাগম এলাকায় জনসাধারন, ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ‘আট হাজার’ মাক্স বিরতণ করা হয়।
এ সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের নেতা, নয়ন পাল, মাসুমা, তিশা, মাসুদ, সাগর, বাপ্পি, সজল উপস্থিত ছিলেন।