খুলনা অফিসঃ
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের ৫টি মামলায় ২ হাজার ৫শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করেছে। বৃহস্পতিবার দূপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা. সঞ্জিব দাসের নেতৃত্ব খুলনা- সাতক্ষীরা মহা সড়কের গোলনা নামক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমেরব নির্দেশনায় বৃহস্পতিবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ড্রাইভিং লাইসেন্স,হেলমেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত গাড়ি চালানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৫ টি মামলায় সড়ক পরিবহন আইন’২০১৮ এর ৬৬ ধারায় মোট ২ হাজার ৫শ টাকান জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।