হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সেলুন ও চা ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডুমুরিয়ায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সেলুন ও চা ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 90 ভিউজ

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া ডুমুরিয়া বাজারের সেলুন ও চা ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসনেরর ব্যবস্থাপনায় পরিচালিত বেসরকারি মানবিক সহায়তা সেল এর আওতায় ১০১ জন করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিড়া সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
উপজেলার ৮০ জন সেলুন কারিগর ও ২১ জন চা ব্যাবসায়ীদের মধ্যো এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে ডুমুরিয়া বাজারের সেলুন ও চা ব্যাবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, আওয়ামীলীগ নেতা কাজি নুরুল ইসলাম ও আছফর হোসেন জোয়ারদার প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ বেগম বলেন, যে সকল মানুষ এখনও সরকারি সহায়তা পাননি এবং বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ তাদেরকে উপজেলা প্রশাসনেরর ব্যবস্থাপনায় পরিচালিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন