হোম জাতীয় ডিজিটালাইজ করেও যাচ্ছে না ভূমির বিরোধ: পরিকল্পনামন্ত্রী

জাতীয় ডেস্ক:

ভূমির মালিকানা নিয়ে হাজার বছর ধরে যে অন্যায় ঘটছে, তা এখনো বন্ধ করা যায়নি বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও, তাতে জমির বিরোধ নিষ্পত্তি পুরোপুরি সহজ করা যায়নি।

ভূমি অধিকার সংক্রান্ত আঞ্চলিক সেমিনারে বক্তারা বলেন, ভূমিতে ন্যায্য মালিকানা প্রতিষ্ঠায় কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি। তাই জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির মালিকানা নিয়ে আরও সংকট তৈরি হচ্ছে উল্লেখ করে প্রকৃত কৃষকদের কাছে জমির মালিকানা দিতে সরকারি উদ্যোগেরও তাগিদ দেন বক্তারা।

এসময় পরিকল্পনা মন্ত্রী বলেন, ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে গেছে। যা পরবর্তীতে কোনো সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি।

মন্ত্রী জানান, বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয়, বরং অনেক ক্ষেত্রেই সংস্কার আনা হয়েছে। সরকার এমন সব উদ্যোগ নিয়েছে যা আগে কেউ নেয়নি।

এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও দাবি করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তবে সরকারের ত্রুটি বিচ্যুতি আছে স্বীকার করে মন্ত্রী বলেন, অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।

অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) চেয়ারপারসন ও ‘আমরা করি’ এনজিওর সমন্বয়ক খুশি কবিরসহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন