জাতীয় ডেস্ক:
ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলামকে রূপনগর ও ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল মজিদকে মুগদা থানার ওসি করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দুই কর্মকর্তাকে বদলি করা হয়।
রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদারকে গোয়েন্দা উত্তরা বিভাগে ও মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত একই আদেশে শেরেবাংলা নগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহ্জাহান মণ্ডলকে ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়।