হোম ঢাকাটাঙ্গাইল ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনসুর রহমান দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গায় একটি পুরাতন তৃতীয় তলা ভবনে দায়িত্ব পালনকালে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত মনসুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি কালিহাতী থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

কালিহাতী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, ভোরে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ইউরেনিয়াম সড়ক পথে পরিবহন করা হয়। এ সময় মহাসড়কের এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলার ছাদে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে ৩৩ কেভি তারে আগুন লাগে। এতে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়লে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় আরেক পুলিশ সদস্য নাজমুল আগুন ণেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তার শরীরের ২৫ ভাগ অংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন