হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন মানবিক যুবনেতা আনোয়ার হোসেন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

করোনা মহাসঙ্কটে পবিত্র রমজান উপলক্ষে যশোরের ঝিকরগাছা আলিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে মাক্স,ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ঝিকরগাছা আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে এতিমদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী মাক্স ও খাবার বিতরণ করা হয়।

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে,যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে যুবলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছেন। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিচ্ছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় আজকের এই ইফতার ও রান্না করা খাবার বিতরনের কর্মসুচী।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছার পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল,সাবেক উপজেলা আইন বিষয়ক সম্পাদক আঃ কাদের আজাদ,সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার,উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক কামরুজ্জামান মিন্টু, পৌর যুবলীগের যুগ্নআহবায়ক আলিমুল মৃধা, যুবলীগ নেতা কেটি রহমান, গদখালি ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক শাহিন, আশরাফুজ্জামান বাবু, পানিসারা ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক জাকিরুল ইসলাম পিকুল,আলমগীর হোসেন,শংকরপুর ইউনিয়ন যুবলীগ নেতা তাজমুল হোসেন, গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগ নেতা বাবলুর রহমান মেম্বার, জাহিদ বাবু, ইমামুল সহ যুবলীগের একাধিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন