হোম বরিশালঝালকাঠি ঝালকাঠিতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা, প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায়

ঝালকাঠিতে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা, প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায়

কর্তৃক Editor
০ মন্তব্য 354 ভিউজ

কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি:

ঝালকাঠির দুটি আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে শহরের ফরিদপুরপট্টি এলাকায় উঠান বৈঠক করেন ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এসময় তিনি নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান ভোটারদের।

এদিকে ঝালকাঠি-১ আসনে নৌকার আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের বিকেলে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। পরে তিনি মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের এজাজুল হক বৃহস্পতিবার দুপুরে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। পরে তিনি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে তিনি কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ আসনে সতন্ত্র প্রার্থী ব্যরিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম সকালে রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। তিনি পথচারী, দোকানী ও যানবাহনের চালকদের হাতে ট্রাক প্রতীকের পক্ষে লিফলেট তুলে দিয়ে ভোট চান।

ছাড়াও এ আসনের জাকের পার্টির প্রার্থী আবু বকর সিদ্দিক রাজাপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং ভোট চান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন