ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মোনছোপ আলী। তিনি ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ১০২ বছর। তার পিতার নাম- মৃত আব্দুল হামিদ, মাতার নাম- মৃত বেশো। তার স্ত্রী মারা গেছেন প্রায় ২৫ বছর আগে। নিঃসঙ্গ মোনছোপ আলীর চার সন্তানের মধ্যে ২ ছেলে ও ২ মেয়ে। তার চার সন্তানই বিবাহিত। তিনি ছেলেদের সংসারে থাকেন।
মোনছোপ আলী জীবনের অধিকাংশ সময় পার করেছেন গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঝালমুড়ি, দুধ, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী বিক্রি করে। বয়সের ভারে নুয়ে পড়লেও( ১০০ ) বছর বয়সে থেমে নেই তার সংগ্রামী জীবনের পথ চলা। জীবিকার তাগিদে প্রতিদিন তিনি মাইলের পর মাইল ছুটে চলেছেন পায়ে হেঁটে, জীবনের শেষ সময়েও সংগ্রাম যুদ্ধ করে যাচ্ছেন।
প্রতিদিন ৩/৪টি গ্রাম পায়ে হেঁটে ডিম ফেরি করে বিক্রি করেন, দিন শেষে তার আয় হয় ১০০-১৫০ টাকা। এতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি পাননা কোন সরকারি সুবিধা। আমাদের সমাজের বৃত্তবান এবং মানবপ্রেমীরা কি পারিনা তার মতো একজন শতবর্ষী বৃদ্ধ বাবার কাঁধ থেকে ডিমের ঝুঁলি নামিয়ে দিতে।
আমরা সবাই যদি স্বস্ব অবস্থান থেকে তার মতো পরিশ্রমী হতে পারতাম, দেশমাতৃকার জন্য ভূমিকা রাখতে পারতাম! তাহলে আজ বাংলাদেশের অবস্থান থাকতো সুউচ্চ শিখরে। স্যালুট জানাই আমাদের দেশের আইকন একজন কঠোর পরিশ্রমী মুরব্বিকে।
s