রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এতে একাদশ সংসদে থাকা হেভিওয়েট নেতাদের পাশাপাশি আরও বেশ কয়েকজন শক্তিশালী নেতা মনোনয়ন পেয়েছেন। দলটির চেয়ারম্যান রওশন এরশাদের প্রতি সম্মান রেখে ময়মনসিংহ-৪ আসন ফাঁকা রাখা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে দলটির বনানী কার্যালয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয় পার্টির হেভিওয়েট নেতাদের মধ্যে যারা একাদশ জাতীয় সংসদে ছিলেন তাদের অনেকেই বাদ পড়েছেন। আর যারা মনোনয়ন পেয়েছেন তার মধ্যে রয়েছে ঢাকা-৬ থেকে কাজী ফিরোজ রশিদ, ঢাকা-৪ থেকে আবু হোসেন বাবলা, ঢাকা-১৭-তে জিএম কাদের, নারায়ণগঞ্জ-৫-এ সেলিম ওসমান।
এবার লাঙ্গল প্রতীক থেকে বাদ পড়া হেভিওয়েট নেতাদের মধ্যে রয়েছেন মশিউর রহমান রাঙ্গা, রুস্তম আলী ফরাজীসহ অনেকে। মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর দলীয় কার্যালয়ের সামনে বিবাদে জড়ান বাদপড়া প্রার্থীদের সমর্থকরা।