হোম অন্যান্যসারাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু’র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ায় আ’লীগের প্রস্তুতিমূলক সভা

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ায় আ’লীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫ আগষ্ট বঙ্গবন্ধুর জৈষ্ঠ্যপুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন ও ১৫ আগষ্ট (জাতীয় শোক দিবস) উপলক্ষ্যে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ’লীগের আয়োজনে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে জাতীয় শোক দিবসকে সামনে রেখে কোন চাঁদা তোলা বা গ্রহন করা যাবে না বলে দলীয় সূত্রে জানা যায়।

রবিবার (১ আগষ্ট) বিকালে পৌরসভা মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগ যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি টেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আধ্যাপক ইউনুছ খাঁন, এ্যাড: শেখ কামাল রেজা, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুচ আলী, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, পৌর কাউন্সিলর জিএম শফিকুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, আনছার আলী সরদার, আব্দুস সালামসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন