হোম অর্থ ও বাণিজ্য জরিমানার ভয়ে ‘পেঁয়াজ শূন্য’ ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজার

জরিমানার ভয়ে ‘পেঁয়াজ শূন্য’ ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজার

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের পাইকারি বাজারে নেই এখন পেঁয়াজ। অনেক ঘোরাঘুরি করেও পেঁয়াজ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলা শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে পেঁয়াজ শূন্যতা দেখা গেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেঁয়াজ পাচ্ছেন না ক্রেতারা। এতে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরাও।

গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজার সমিতির সভাপতি মো. শাহিন জানান, গেল কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০ টাকা কেজি দরের বেশি দামে বিক্রি নিষেধ করায় লোকসান ও জেল-জরিমানার ভয়ে পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। তাই বাজারে পেঁয়াজ নেই।

এদিকে, খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা বাজারে পেঁয়াজ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা অভিযোগ করে বলেন, প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। বাজারে এসে মানুষ নাজেহাল। দ্রুত এই সমস্যা সমাধান করা প্রয়োজন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন