নিজস্ব প্রতিনিধি :
যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে পুরাতন সাতক্ষীরার শ্রীশ্রী রাধা-শ্যামসুন্দর মন্দিরে করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম ও মাস্ক বিতরণ করা হয়েছে। ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ -এর উদ্যোগে ও জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় পিপিই, মাস্ক, হেড ক্যাপ ও হ্যান্ড গ্লোভস গ্রহণ করেন জাগো হিন্দু পরিষদ করোনা আক্রান্ত শবদেহ অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির মানব মন্ডল, মিলন চন্দ্র বিশ্বাস রুদ্র এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা মন্দির সমিতির সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা প্রশাসন সাতক্ষীরার সহকারী কমিশনার লিখন বনিক ও ইন্দ্রজিৎ সাহা, বিশিষ্ট শিক্ষক অধ্যাপক প্রদ্যুত কুমার বিশ্বাস, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক কৃষিবিদ রঘুজিত গুহ, জেলা মন্দির সমিতির সহ সম্পাদক বিকাশ কুমার দাস এবং বাংলাদেশ সনাতন ধর্মীয় যুব সংঘের সহ সভপতি পলাশ কুমার দেবনাথ। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত পরমপুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটি ও প্রবাসী ফোরামের ব্যবস্থাপনায় প্রায় প্রতিটি উপজেলায় করোনা আক্রান্ত শবদেহ অন্তেষ্টিক্রিয়ার জন্য সাধ্যানুযায়ী প্রতিরক্ষা সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। বিশ্বনাথ ঘোষ বলেন, নিঃসন্দেহে এ ধরনের সমাজসেবামূলক কাজ প্রশংসার দাবী রাখে।
করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবকরা বলেন, এভাবেই সবাই মিলে আমাদের বাংলাদেশকে গড়তে হবে মহান মুক্তিযুদ্ধের চেতনায়।
অধ্যাপক প্রদ্যুত কুমার বিশ্বাস এরকম আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। ডা. সুব্রত ঘোষ বলেন, এধরনের সমাজ সেবামূলক কার্যক্রমে সবাইকে আরো বেশি সম্পৃক্ত হতে হবে। পরে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত প্রায় তিন শতাধিক ভক্তদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।