হোম অন্যান্যলাইফস্টাইল চুল পড়া কমিয়ে আনুন মাত্র এক মাসে

লাইফস্টাইল

ইদানিং সবার বড় একটি সমস্যা হলো প্রতিনিয়ত অনেক বেশি চুল ঝরে যাওয়া। চুল পড়া সমস্যায় এখন কম বেশী অনেকেই ভুগছেন। অনেকের আবার ব্যস্ততার জন্য বেশি সময়ও ব্যয় করা সম্ভব হয় না। তবে কিছু টিপস মেনে চললে অনায়াসে চুল পড়া কমিয়ে আনা সম্ভব। তার জন্য প্রয়োজন একটি হেয়ার টোনার। ঘরে বসেই টোনারটি কিভাবে বানাতে হবে, জেনে নেওয়া যাক।

প্রস্তুতের নিয়ম

চুলের পরিমাণ অনুযায়ী মেথি ও চাল নিতে হবে। এগুলো ভালো করে ধুয়ে এক কাপ পানিতে এক রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। যার ফলে মেথি ও চালের গুণাগুণগুলো পানির সঙ্গে মিশে যাবে। এরপর এই পানিটা একটি স্প্রে বোতলে সংগ্রহ করে রাখতে হবে।

ব্যবহারের নিয়ম

রাতে ঘুমানোর পূর্বে মাথায় ভালোভাবে পানিটি স্প্রে করে চুল বেঁধে সারা রাত রেখে দিতে হবে। পরের দিন পছন্দসই স্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এতে চুল পড়া কমবে তার সঙ্গে চুল সিল্কি হবে। এভাবে একমাস নিয়মিত ব্যবহারে খুব ভালো একটি ফলাফল লক্ষ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন