হোম অন্যান্যসারাদেশ চালনা পৌরসভায় অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের সব পুড়ে ছাই

চালনা পৌরসভায় অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের সব পুড়ে ছাই

কর্তৃক
০ মন্তব্য 155 ভিউজ

সৌরভ মন্ডল,দাকোপ :

খুলনার দাকোপ চালনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের নলোপাড়ায় আবু জাফর শেখের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৯ টি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ প্রাথমিকভাবে ধারনা করছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আবু জাফর শেখের বাড়িতে ৯ টি পরিবার ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। শনিবার বেলা ২.৪৫ মিনিটের দিকে হটাৎ রান্না ঘর থেকে আগুন দেখতে পেয়ে একজন চিৎকার শুরু করলে এ সময় তাদের ডাক চিৎকারে এলাকার শত শত লোকজন এগিয়ে এসে খাল ও পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ৯ টি পরিবারের ঘর এবং ঘরে থাকা সকল মালামাল পুরে ছাই।

আবু জাফর শেখের ছেলে আবু হাসনাত সোহেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ ভাড়াটিয়া ও আমাদের দিয়েে আনুমানিক বিশ লক্ষ টাকা।

অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষনিক সেখানে উপস্থিত হয় দাকোপের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রী এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।তারা ক্ষতিগ্রস্তদের সমবেদনা এবং প্রয়োজনীয় সহযোগীতা দেওয়ার আশ্বাস দেন।

তাৎক্ষনিক ভাবে দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, সাবান খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন