অনলাইন ডেস্ক:
চাঁদপুর জেলা কারাগারে উদ্বোধন করা হয়েছে জেন্টস পার্লার। এই পার্লারে প্রশিক্ষণ নেবেন কারাগারে বন্দি ও হাজতিরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কারাগার পরিদর্শনকালে এই জেন্টস পার্লার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বলেন, বন্দিরা এখানে প্রশিক্ষণ নিয়ে বাইরে গিয়ে যাতে আত্মকর্মসংস্থানের সুযোগ পায় এ জন্যই জেন্টস্ পার্লার করা হয়েছে। তাছাড়া স্বশিক্ষিত বন্দিদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে এবং তাদের বিনোদনের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী দেয়া হয়েছে।
কারাগারে থাকা ব্যক্তিদের আলোর পথে নিয়ে আসতে আরও সময়োপযোগী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. এস. এম. মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ জেলা কারাগারের অন্য কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর জেলা কারাগারে মোট ধারণক্ষমতা ৪২৫ জনের। কিন্তু বর্তমানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৩৭ জনসহ সাধারণ এবং বিচারাধীন বন্দি আছেন ৭৬৯ জন।