হোম আন্তর্জাতিক গাজায় ইসরাইলের হামলা জোরদার: ২৪ ঘণ্টায় নিহত ১৭৪ জন, আহত ৩১০

গাজায় ইসরাইলের হামলা জোরদার: ২৪ ঘণ্টায় নিহত ১৭৪ জন, আহত ৩১০

কর্তৃক Editor
০ মন্তব্য 131 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ না মেনে গাজায় হামলা জোরদার করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলের বোমা হামলায় প্রায় ১৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১০ জন।

শনিবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ গাজায় স্বাস্থ্যকেন্দ্রসহ খান ইউনিসের নাসের হাসপাতালে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এ ছাড়াও রাফাহ শহরের একটি আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত হয়েছেন।

এদিকে শুক্রবার গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরাইলকে সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু যুদ্ধ বন্ধের নির্দেশ দেয়নি। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের এই আদেশ নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আলজেরিয়ার উদ্যোগে বুধবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর বলেন, ইসরাইলকে গণহত্যা বন্ধে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিলেও সেখানে যুদ্ধবিরতির আদেশ দেয়নি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আগামী বৈঠকে আরব গ্রুপের পক্ষ থেকে তারা গাজায় যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করবে বলে জানান রিয়াদ।

এর আগে গাজায় অব্যাহত হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসরাইল।

গত ৭ অক্টোবরের পর ইসরাইলের হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ২৫৭ জন নিহত হয়েছেন। আহত ৬৪ হাজার ৭৫৭ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন