গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় ইয়াস এর ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তিনি এ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্তিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা আওয়ামী লীগর সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রশাসনিক কর্মকর্তা আ. মানান, উপজলা পল্লী উনয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবর সভাপতি খালিদ হোসেন মিলটন সহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সকল অঙ্গ সংগঠনর নেতৃবৃদ।
বিতরন সভায় প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণর জন্য কাজ করেছেন। তিনি প্রাকৃতিক দূর্যোগ এ সাধারণ মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
পরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে গলাচিপা উপজলার ২৪ জন অসহায় হত দরিদ্র ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৭৫ হাজার টাকা ও ২৫ বান টিন বিতরণ করেন। এছাড়া এস এম শাহজাদা (এমপি)র নিজস্ব ঐছিক তহবিল হত ৬১ জনর মাঝ ৩ লক্ষ ১৪ হাজার টাকার চেক বিতরণ করেন।